Wednesday, March 17, 2010

আমেরিকানদের চাকরির অভাব কেন?

আমেরিকানদের চাকরির অভাব কেন?

জর্জ বুশ
ভারত সফরকালীন সময়ে আবুল কালামের চা পানের আমন্ত্রণ গ্রহন করেন।

এ অনুষ্ঠানে কালাম -কে জর্জ বুশ প্রশ্ন করলেন- "আপনার নেতৃত্বের তত্ত্ববিদ্যা/ দর্শন কি?"

কালাম বললেন- "আমার নেতৃত্বের তত্ত্ববিদ্যা হলো - বিচক্ষণ ব্যক্তিরা সর্বসময় আমার চারপাশে বিরাজ করছেন।"

জর্জ বুশ বললেন- "আপনি কিভাবে বুঝলেন তারা বিচক্ষণ?"

কালাম বললেন, "সঠিক প্রশ্ন জিজ্ঞেস করে এটা বুঝা যায়" এবং তিনি প্রমান দেখাতে চাইলেন।
ক্ষণা বুশ দেখলেন কালাম, মনমোহন সিংকে ফোন করলেন এবং বললেন-

"
মাননীয় প্রধানমন্ত্রী অনুগ্রহ করে আমার প্রশ্নটির উত্তর দিন।

তোমার মায়ের একটি সন্তান আছে

এবং

তোমার বাবার একটি সন্তান আছে

এবং

সে সন্তান তোমার ভাই বা বোন নয়, সে কে" ?



মনমোহন
দ্রুত জবাব দিলেন-"স্যার, সে আমি।"

কালাম বললেন- "উত্তর সঠিক হয়েছে।"
অতঃপর মনমোহনকে ধন্যবাদ জানিয়ে কালাম তার কাছ থেকে বিদায় নিলেন। ফোনের রিসিভার যথাস্থানে রেখে কালাম বললেন-"মিঃ বুশ, আপনি কি কিছু অনুধাবন করতে পেরেছেন ? "

বুশ মাথা ঝাঁকিয়ে উত্তর দিলেন- " হ্যাঁ, মিঃ প্রেসিডেন্ট। অনেক ধন্যবাদ। আমি নিশ্চিত ভাবে এ পদ্ধতিতে পরীক্ষা করে দেখব।"

সফর শেষে ওয়াশিংটনে ফেরার পর বুশ সিদ্ধান্ত নিলেন কন্ডোলিসা রাইস -কে তিনি পরীক্ষা করে দেখবেন।
তিনি, রাইসকে হোয়াইট হাউজে তলব করলেন।

বুশ, রাইসকে বললেন- "তুমি আমার একটি প্রশ্নের উত্তর দিতে পারবে?"

কন্ডোলিসা রাইস বললেন -" স্যার, অবশ্যই আমি উত্তর দিবো । বলুন কি প্রশ্ন ?"

বুশ প্রশ্নটি উথ্থাপন করলেন- " উহ্ হ্ তোমার মায়ের একটি সন্তান আছে এবং তোমার বাবার একটি সন্তান আছে এবং সে সন্তান তোমার ভাই বা বোন নয়, সে কে" ?

রাইস প্রশ্নটি শুনে হতবুদ্ধি হয়ে পড়লেন ।
রাইস বুশকে উদ্দেশ্য করে বললেন-" এ ব্যাপারে আমি কি চিন্তা করার কিছু সময় পাব?"

বুশ রাজি হলেন। রাইস বিদায় নিয়ে চলে এলেন।

রাইস তক্ষণা বয়োজেষ্ঠ্য সিনেটরদের সভা আহ্বান করলেন। কিন্তু তারাও এ প্রশ্ন শুনে হতবুদ্ধি হয়ে পড়লেন এবং কয়েক ঘন্টা কেটে গেলো কেউ কোন উত্তর দিতে পারলেন না।

অবশেষে হতাশ কন্ডোলিসা, কলিন পাওয়েল-কে আহ্বান করলেন এবং সমস্যা উপস্থাপন করলেন -" মিঃ পাওয়েল, তোমার মায়ের একটি সন্তান আছে এবং তোমার বাবার একটি সন্তান আছে এবং সে সন্তান তোমার ভাই বা বোন নয়, সে কে" ?


পাওয়েল দ্রুত উত্তর দিলেন- " অবশ্যই, সে আমি।"



রাইস নিশ্চিন্ত হলেন এবং তাড়াহুড়ো করে হোয়াইট হাউসে এসে বুশের খোঁজ করলেন।
বুশকে দেখে রাইস চিকার করে বললেন-
"
আমি প্রশ্নের উত্তর জানি, স্যার।
আমি জানি সে কে ?

সে আমাদের কলিন পাওয়েল।"



বুশ নিদারুন বিরক্তি নিয়ে প্রতি উত্তর দিলেন-

"ভুল,



সে মনমোহন সিং।"




(
ই-মেইলে ইংরেজী এই কৌতুকটি পেলাম। মূলভাব ঠিক রেখে কৌতুকটি বাংলায় লিখে দিলাম। বর্তমানে আমেরিকানদের চাকরী ক্ষেত্রে অনিশ্চয়তা - এ বিষয়টির উপর ভিত্তি করে এই কৌতুকটি রচিত হয়েছে। )

Enjoy
( Why are Americans jobless? )

While visiting India, George Bush is invited to tea with Abdul Kalam.

He asks Kalam what his leadership philosophy is.
He says that, it is to surround himself with
intelligent people.

Bush asks how he knows if they're intelligent.

"I do so by asking them the right questions," says
Kalam. "Allow me to demonstrate."

Bush watches as Kalam phones Manmohan Singh and says,

"Mr. Prime Minister, please answer this question:

Your mother has a child,

and

your father has a child,


and

this child is not your brother or sister.

Who is it?"

Manmohan comimmediately responds,
"It's me, Sir !"

"Correct. Thank you and good-bye" says Kalam. He hangs
up and says," Did you get that, Mr. Bush?"

Bush nods: "Yes Mr. President. Thanks a lot.

I'll definitely be using that!"


Bush, upon returning to Washington, decides

he'd better put Condoleezza Rice to the test.
Bush summons her to the White House and says,
"Condoleezza, I wonder if you can answer a question for me."

"Why, of course, sir. What's on your mind?"

Bush poses the question: "Uhh, your mother has a
child, and your father has a child, and this child is not
your brother or your sister. Who is it?"

Rice was puzzled and finally asks, "Can I think about
it and get back to you?" Bush agrees, and Rice leaves.

Rice immediately calls a meeting of senior senators,
and they puzzle over the question for several hours,
but nobody can come up with an answer.. Finally,
in desperation,
Rice calls

Colin Powell
and explains the problem.

"Mr. Powell, your mother has a child, and your father
has a child, and this child is not your brother or your sister.
Who is it?"
Powell answers immediately, "It's me, of course."

Much relieved, Rice rushes back to the White House,
finds George Bush, and exclaims,

"I know the answer, sir! I know
who it is!
It's our Colin Powell!"

And Bush replies in disgust,

"Wrong,

it's Manmohan Singh!"