Friday, March 6, 2009

abcde FG hily







আমার পরিচয়
আমি সবুজ।
২০০৩ সালের কথা
এক দিন আছরের নামাজর পর আমি ও আমার ছোট ভাই মসজিদের মাঠে বসে আসি।হঠৎা কর দেখ আমাদের পরান বাড়ি থেকে ২জন মেয়ে আসছে। যখন আমাদের কাছা কাছি আসলো তখন ১ জন কে চিনতে পারলাম। তমা, তমা আমার চাচাতো বোন।তমার হাতে দেখি খাবার।আমি বললাম খাবার কোথায় নিস। তমা বললো পাশের ঘরের দাদীর জন্য।দাদী অস্থুতো তই।তার পর তারা চলে গলে।আর আমি ও আমার ভাই বসে আসি।আমার মনে মনে মেয়ে টির পরিচয় জানার ইচ্ছে করলো। এর পরেরদিন আমি গেলাম তমাদের ঘরে।তমাদের ঘরে গিয়ে দেখি নাম না জানা সেই মেয়েটা। তমাকে পাশের ঘরে নিয়ে বলি মেয়েটা কেরে।তমা বললো সবুজ ভাই এটও আমার খালাতো বোন পরী।তখন তমা হাসলো আর হাসলো আমি বললাম তাহলে তোর খালাতো বোনের নাম পরী। Nice Name পরী।তমা বলে কি ভাইজান ঘটনা কি।তমা বুঝতে পারলো।তার পর ও আমি বললাম তমা তোর খালাতো বোনকে আমার ভাল লাগে।তমা বললো আমি বুঝতে পেরেছি।তমা আমাকে বললো দেখে আমি আপনের জন্য কি করতে পারি।
ঐ দিন রাতে আমি চার লাইনের ১টা চিঠি লেখি।
চিঠিতে লিখলাম
“ আমার নাম সবুজ। তোমাকে আমার ভালো লাগে।
তোমার ও যদি আমাকে ভালো লাগে
আমার চিঠি উওর দিও।
আর ভালো না লাগলে চিঠিটা চিরেপেল।দিও।“
সবুজ
আমাদের বাড়ি আসা যাওয়া পথ তমাদের ঘরের পাশ দিয়ে।আমি যখন তমাদের ঘরের পাশদিয়ে সাইকেলে করে আসা যাওয়া করতাম। তখন সাইকেলের বেল দিতাম।আর দেখতা তমার খালাতো বোনকে দেখা যায় না কি। এবাবে ৪ – ৫ দিন পর আমার চিঠির উওর পেলাম।সে/পরী বলে তার ও নাকি আমকে ভালো লাগে।


আর এ ভাল লাগা থেকে এক দিন ভাল বাসা হয়ে গেলো। পরীদের বাড়ী আমাদের ইউনিয়ন।কিন্ত পরীদের বাড়ী যাওয়া পরী সাথে দেখা করা কথা বলা আমার পক্ষে সম্বভ ছিলোনা। আমি অপেক্ষায় থাকতাম কবে আসবে সে নানার /খালার বাড়ী(পরীদের নানার বাড়ী আমাদের বাড়ী পাশের বাড়ী)আমি সে অপেক্ষা থাকতাম। খালার বাড়ীতে প্রায় ২ মাস পর সে আসলো।বিকালে সে গেলো তার নানার বাড়ী। তমা আমাকে সংবাদ দিলো পরী এসেছে। – আমি তার সাথে দেথা করি ও বলি কেমন আছ।পরী বলে ভালো। তার পর আমি চলে আসি।কারন কেউ যদি দেখেপেলে।ইত্যাদি।পরের দিন শুনি সে চলে গেছে।প্রায় ৩-৪ মাস।তখন আমি Mobile use করি।Akter No: 018262092 ১দিন সকালে প্রায় ।১০ টা – ১১ টা হবে। 02 96……… No. আমার mobile call আসে। আমি call received করে শুনিতে পাই মেয়ের কন্ঠ। আমি বলি কে আপনি?সে আমাকে বলে আপনি কে? আমি জবাবে বলি আমি সবুজ। আপনি কে তার পর সে বলে আমি পরী। পরী, তখন আমি বলি পরী কে।তখন পরী বলে আমি তমার খালাতো বোন। তার পর ফোন টা কেটে গেলো। আমি call back করি, তখন ফোন টা received করলো অন্য এক মেয়ে বা মহিলা।আমি বলি পরীকে একটু ফোন টা দিবেন।ওনি বলে আপনি কে? জবা্বে বলি আমি পরীর খালাতো ভাই।ওনি বলে একটু পরে ফোন কর।তার পর আর পরীর সাথে কথা বলতে পারলাম না।আমি যে দিনের পর দিন অপেক্ষা করতে থাকি।বেশ কিছু দিন পর দুপুর বেলা ১টা ০১৭১..... ণম্বর এ কল আসে। ফোন করে বলে আমি পরী। তার পর আমি কল করে। তার পরের দিন সাইকেলে করে আমি তার school সামনে গেলাম। কিন্তু দুঃথে বিষয় পরীর সাথে আমার দেথা হলো না। তার পর প্রায় যেতে থাকি। ৩য় দিন তার সাথে দেথা করি + সেও school থেকে চলে আসে। রাস্তা দিয়ে হাটতে থাকি কিন্তু তেমন কোন কথা হয়নাই। ৫-৭ মিনিট পর আমি সাইকেলে করে চলে আসি।আর পরী তার বাড়ী চলে যায়।এবাবে আরো ১-২ বার দেথা হয়। ১দিন পরী ফোন করে বলে। আমি যেন ৩.৩০ মিনিটে তাদের school এর সামনে থাকি। আমি ৩.০০ টার সময় তাদের school এর সামনে চলে যায়। আমি অপেক্ষা করতে থাকি।পরী আমাকে বলে আমি তা ১ ফ্রেন্ড এর বাড়ীতে অপেক্ষা করতে।আমি অপেক্ষা করি।কিন্তু সে আসে school ছুটির পর।যখন আমি পরীকে দেথি তখন আমি রাগ করে সাইকেলে করে ফিরে আসি।
তার পর আমার আর পরী কিছু দিন কোন যোগাযোগ ছিলোনা। তাং ০৫/১০/২০০৪ আমি পরীর সাথে দেথা করে তার ১ ফ্রেন্ড এর বাড়ী। আমি বলি ২৪ /১০/২০০৪ আমি সাউদি আরাব যাচ্ছা।সে সেদিন আমাকে ১টা কিসস দিলো।সেই দিনের পর আর দেথা হলোনা। প্রায় ১ বছর পর আমি এক লোকের কাছ থেকে পরীর মোবাইল নম্বের পাই। সাথে সাথে আমি কল করে আমার কি কপাল ফোন টা received করে পরী। আমি বলি। পরী নামে কি কঊ আছে। পরী বলে আমি পরী। পরী বলে আপনি কে?আমি বলেলম আমি সবুজ। তার পর থেকে আমার মোবাইল নম্বের টা দিলাম। ০০৯৬৬৫৪১১৩২৭৩০ আর বললাম please আমাকে মিস কল দিও।সেই ২০০৫ সাল থেকে আবার ফোন যোগাযোয়া শুরু হলো। ২০০৫ শেষ ২০০৬ শুরু ২০০৬ শেষ ২০০৭ শুরু ২০০৮ এর মাঝ চিঠি অনেক দিন পর Message পরে ছবি ইত্যাদি।২০০৮ সালে ২৩শে সেপ্টেম্বর রাতে রমজান মাসে ২৩শে রমজান ফোন আমি ও পরী বিবাহ করি। ২০০৮ শেষ ২০০৯ শুরু এবাবে চলছ আমাদের জীবন .............
…………………………………………… বাকী আংশ দেথবেন Next Page ………………………………………………………..