ছোট প্রেমিক + বড় প্রেমিকা = প্রেমময় মধুর সম্পর্ক
প্রেমিক ছোট, প্রেমিকা বড়। প্রেমের বাজারে এটাই সাম্প্রতিক ট্রেন্ড। বিশ্ব জুড়েই চলছে এ ট্রেন্ড। প্রেমিক বয়সে ছোট হলেই প্রেমিকা ‘হট এন্ড হ্যাপিনিং’। অবিশ্বাস্য মনে হচ্ছে? এমন অসম সম্পর্কে জড়ানো তারকাদের প্রেমের বর্তমান হালচাল জানলেই বিষয়টা স্পষ্ট হবে। হলিউড তারকা ডেমি মুর নিজের চেয়ে ১৬ বছরের ছোট অ্যাশটন কুচারকে বিয়ে করে বেশ ভালোভাবেই বেভারলি হিলসে সংসার করছেন। পপ সম্রাজ্ঞী ম্যাডোনা বয়সে ১০ বছরের ছোট ব্রিটিশ পরিচালক গাই রিচির সঙ্গে ঘর করছেন মহানন্দে।
বর্তমানে সম্পর্ক না থাকলেও হলিউডের আরেক অভিনেত্রী ক্যামেরন ডিয়াজও একসময় তার চেয়ে ৯ বছরের ছোট জাস্টিন টিমবারলেকের সঙ্গে চুটিয়ে প্রেম করেছিলেন। শুধু হলিউড নয়, ভারতেও এমনটা দেখা যায়। ভারতীয়দের প্রিয় ক্রিকেটার শচীন টেন্ডুলকার তার চেয়ে ৭ বছরের বড় অঞ্জলিকে বিয়ে করেছেন। শেষ অবধি দাম্পত্য না টিকলেও বয়সে ১২ বছরের বড় অমৃতা সিংয়ের সঙ্গে সাইফ আলী খানের বিয়ের ঘটনা তো আছেই।
প্রেমের জেনারেশন গ্যাপ
ছেলেরা চাইছে ‘ওল্ড ওয়াইন’। মেয়েদের পছন্দ ‘টয় বয়’। প্রেমে বাড়াবাড়ি অপছন্দ এ যুগের ছেলেদের। তারা বয়সে ছোট প্রেমিকার ন্যাকামো সহ্য করতে রাজি নয়। অন্যদিকে মেয়েরা চাইছে এমন পুরুষ, যে প্রেমিকা বা স্ত্রীকে সম্মান করবে বেশি, ডমিনেট করবে কম। তাই জেনারেশন গ্যাপেও আপত্তি নেই তাদের। ভারতের বিশ্বসুন্দরী সুস্মিতা সেন, ঐশ্বরিয়া রাই কেউই এ বৃত্তের বাইরে নন। সুস্মিতা বছর বছর ছেলেবন্ধু পাল্টান। কিন’ তিনি যখন রণদীপ হুদার সঙ্গে থাকতে শুরু করলেন, তখন বলিউডের অনেকেই রণদীপকে সুস্মিতার ‘টয় বয়’ বলত। তবে সুস্মিতা জানিয়েছিলেন, বয়সে ছোট হওয়াটা কখনোই প্রেমে বাধা সৃষ্টি করতে পারে না। বয়সে ছোট হলেও রণদীপ অন্য অনেক পুরুষের চেয়ে তাকে অনেক বেশি ভাল বোঝে। কম বয়সী বলেই তার সব কাজে এক ধরনের পাগলামি থাকে যা সুস্মিতাকে খুব টানে। সুসের পথে হাঁটলেন অ্যাশও। বয়সে ২ বছরের ছোট অভিষেককে বিয়ে করার চূড়ান্ত সিদ্ধান্ত তিনি ইতোমধ্যেই নিয়ে নিয়েছেন।
দূরন্ত প্রেম
বয়সের পার্থক্য যতো বেশি, প্রেম ততো দূরন্ত। এমন দাবি মনোবিজ্ঞানী থেকে প্রেমিক-প্রেমিকা সবারই। ভারতীয় মনোবিজ্ঞানী অসীম মুখোপাধ্যায়ের মতে, প্রেমিক বয়সে যতো ছোট হয়, তার এনার্জি লেভেল ততো বেশি হয়। এতে ছোট প্রেমিকের সঙ্গে বড় প্রেমিকার প্রেমের রসায়নটাও আরো জোরদার হয়। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, এ ধরনের দম্পতিদের যৌনজীবনও যথেষ্ট ভাল হয়।
বিখ্যাত সব ছোট প্রেমিকেরা
বয়সে বড় মহিলার প্রেমে পড়া যে একেবারে নতুন ট্রেন্ড, তা নয়। আগেও এ রকম অসংখ্য ঘটনা ঘটেছে। মহা্তা গান্ধীর চেয়ে বয়সে বড় ছিলেন কস’রবা। সত্যজিৎ রায়ও বিজয়ার চেয়ে বয়সে ছোট। রাহুল দেব বর্মনও বয়সে তার চেয়ে বড় আশা ভোঁসলেকে বিয়ে করেছিলেন। এর পেছনের কারণ ব্যাখ্যা করে মনোবিজ্ঞানীরা বলেন, আসলে ছেলেরা যেকোনো মেয়ের মধ্যেই নিজের মা বা পরিণত মননের কাউকে খুঁজে। আর প্রেমিকা বড় হলে সে ব্যাপারটা অনেক সহজ হয়ে যায়। একই সঙ্গে প্রেমিকা, স্ত্রী, পথ প্রদর্শক- সব কিছুই পাওয়া যায়। আর এসবই টানছে এ প্রজন্মের তরুণ-তরুণীদের।